চোটের কারণে ডারবান টেস্টে না খেলা তরুণ পেসার শরীফুল ইসলাম দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন। গোড়লির চোট ও কোমরের ব্যথার সঙ্গে শারীরিক আরও একটি সমস্যায় ভুগছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দুটি অস্ত্রোপচার করাতে হতে পারে শরীফুলকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, জাতীয় দলের সাবেক পেসার আবুল হাসান রাজু ও শরিফুলের গোড়ালির সমস্যা একই ধরনের।
অস্ত্রোপচারের পর রাজু বেশি দিন জাতীয় দলে খেলতে পারেননি। শরিফুলের ক্ষেত্রে কী হবে, তা বলতে পারছেন না তিনি। পরীক্ষা-নিরীক্ষা করার পর বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাই ভালো বলতে পারবেন বলে জানান দেবাশীষ।
তাই বিসিবি মেডিকেল বিভাগের চাওয়া, জাতীয় দলের এ পেসারকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া।
দেশ সেরা আরেক পেসার তাসকিন আহমেদও দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না। গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শরিফুল ও তাসকিন ৫ এপ্রিল দেশের বিমানে উঠবেন।
দেবাশীষ বলেন, ‘শরিফুলকে দ্বিতীয় টেস্টে না খেলালে দেশে ফেরত এনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাব।
কারণ দেশে এ ধরনের অস্ত্রোপচার হয় না। দেশের কোনো অর্থোপেডিকসকে দেখালে তারা ম্যানেজড প্রক্রিয়ায় যেতে বলবেন। সেটা করা ঠিক হবে না। যেসব দেশে এ ধরনের ইনজুরির অস্ত্রোপচার করা হয় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর যে সিদ্ধান্ত দেবে সেটা অনুসরণ করা হবে। শরিফুল ইউরিন ইনফেকশনজনিত সমস্যায় আক্রান্ত, অস্ত্রোপচার ছাড়া যেটা সারার নয়।