শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

রাশিয়ার হেলিকপ্টার ধ্বংস ইউক্রেন বাহিনীর হামলায় – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ এপ্রিল, ২০২২

রাশিয়ার এক হেলিকপ্টার দুই ভাগ হয়েছে ইউক্রেন বাহিনীর হামলায়। দ্য টাইমসের বরাত দিয়ে সোমবার (৪ এপ্রিল)  এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী যুক্তরাজ্যের তৈরি স্টারস্ট্রিক মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। হামলায় রাশিয়ার এমআই-২৮এন মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দৃশ্য সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইউক্রেন বাহিনীর মিসাইল রাশিয়ার হেলিকপ্টারের পেছনের অংশে আঘাত করে। এর পরই দুই ভাগ হয়ে যায় হেলিকটারটি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দ্য টাইমস জানিয়েছে, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রুশ হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন বাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম ইউক্রেনে সরবরাহ করা হয়।