গাইবান্ধায় ব্রডব্যান্ড ইন্টারনেট বিল দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে তেল। সারাদেশে তেলের উর্দ্ধোগতির সময়ে গাইবান্ধায় তেল ফ্রি দেওয়ার বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট বিল দিয়ে, ফ্রিতে তেল পাওয়ার বিষয়টি নেট ব্যবহারকারীদের কেউ কেউ শেয়ার করেছেন নিজের ফেসবুক টাইম লাইনে। রমজান উপলক্ষে এমন চমকপ্রদ অফার দিয়েছেন “গাইবান্ধা অনলাইন” নামক একটি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান।
গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও এমন অফারের বিষয়টি শেয়ার করেছেন গাইবান্ধা অনলাইন কর্তৃপক্ষ। সেখানে তারা জানান, রমজান উপলক্ষে গাইবান্ধা অনলাইনের ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকরা অগ্রীম দুইমাসের বিল পরিশোধ করলেই দুই লিটার (৪৫০ টাকা সমমূল্যের) সরিষার তেল একদম ফ্রি দেওয়া হবে। এছাড়া যদি কোন গ্রাহক নেট বিল বিকাশের মাধ্যেমে পরিশোধ করে তবে তাদের জন্য তেল ফ্রিতে হোম ডেলিভারির কথাও বলা হয় ওই পোস্টে। অফারটি গ্রাহকদের জন্য যত খুশি তত বারের কথাও বলা হয় ওই পোস্টে।
গাইবান্ধা অনলাইনের ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহারকারী ওবাইদুল ইসলাম বলেন, গাইবান্ধা অনলাইনের এমন অফার গ্রাহকদের জন্য সত্যিই প্রশংসনীয়। কেননা, ইন্টার বিলতো প্রতিমাসেই তাদেরকে পরিশোধ করতেই হবে। সেখানে অল্প কয়েক দিনের ব্যবধানে আগাম দুই মাসেরে বিল পরিশোধ করলেই ফ্রিতে দুই লিটার তেল পাওয়া যাচ্ছে। গ্রাহকদের উৎসাহ বাড়াতে মাঝে মাঝেই এমন অফার প্রত্যাশা করেন তিনি।
আর একজন গ্রাহক নওশাদ মিয়া বলেন, গাইবান্ধা অনলাইনে দুই মাসের অগ্রীম নেট বিল পরিশোধ করলেই দুই লিটার শরিষার তেল ফ্রিতে দিচ্ছেন তারা। বিষয়টি গ্রাহকদের জন্য সত্যিই আনন্দের। রমজানে আর বর্তমান তেলের বাজারে গ্রাহকদের ফ্রিতে তেল দেওয়ায় গাইবান্ধা অনলাইনকে স্বাদুবাদ জানান তিনি।
প্রতিষ্ঠানটির প্রোপাইডার আহসান কবির চৌধুরী জানান, গ্রাহকদের সাথে সুসম্পর্কের পাশাপাশি তাদের সাথে কমোনিকেশন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে তেল ফ্রি দেওয়া হচ্ছে। এটি শুরু করা হয়েছে ১লা মার্চ থেকে। গ্রাহকরা অগ্রিম দুই মাসের নেট বিল পরিশোধ করলেই দুই লিটার শরিষার তেল দেওয়া হচ্ছে। কোন গ্রাহক চাইলেই আরো বেশি মাসের পরিশোধ করে বেশি পরিমান ফ্রিতে তেল নিতে পারবেন। রমজানে ফ্রিতে দেওয়ার মতো আরো অনেক কিছুইতো ছিল কিন্তু তেল কেন? এমন প্রশেন্র উত্তরে তিনি বলেন, বর্তমান সময়ে তেলের বাজার উর্দ্ধেগতি এবং তেলের বাজার নিয়ে মানুষের মাঝে অসন্তোষ রয়েছে। রমজানে গ্রাহকদের সর্বোচ্চ দেওয়ার চিন্তা থেকেই গ্রাহকদের ফ্রিতে দেওয়ার জন্য তেলটাকে বেচে নেওয়া হয়েছে।