গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মানিককোড় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী। এতে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলুকে সভাপতি পদে পুনরায় নির্বাচিত করা হয়। আজহারুল ইসলাম বাবলু ইতিপূর্বে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিচালনাকালে মানিককোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।