সাফল্য হচ্ছে প্রায় সোনার হরিণ এর মতো। জীবনে সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কঠিন পরিশ্রম করে যারা দীর্ঘদিন ধরে কাজ করে তারা সফল হয় একদিন।
আমি আব্দুল্লাহ আল মামুন, ৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এ সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমার জীবনের এই অর্জনের পেছনে যাদের অবদান তারা হচ্ছেন আমার বাবা, মা, আত্নীয় স্বজন সহ আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু। আমি আমার স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করি সরকারি তিতুমীর কলেজ থেকে। তার পর শুরু হয় আরেক জীবন। নিজের পড়ালেখার পাশাপাশি ছোট ভাইবোনদের লেখাপড়ার দায়িত্ব ও পরিবারের দায়িত্ব আমার কাধে চলে আসে। অনার্স পাস করেই আমি রাজধানীর ক্যাম্ব্রিয়ান কলেজে শিক্ষকতা শুরু করি। অনার্স ও মাস্টার্স এ ১ম শ্রেণি অর্জন করি। বেসরকারি চাকুরিতে থেকে সরকারি চাকুরির জন্য নিজেকে তৈরি করা শুরু করি। দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত মিলে প্রায় ৩০ টির মতো ভাইভা দিয়ে আমি বিপিএসসির মাধ্যমে ননক্যাডার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে। তার পূর্বে ২০২১ সালের নিভেম্বর মাসে ৪০ তম বিসিএস পরীক্ষার ভাইভায় অংশগ্রহণ করি। গত ৩০ মার্চ ৪০তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আমি শিক্ষা ক্যাডার পেয়েছি। এর জন্য আমি আমার দীর্ঘ দিনের পরিশ্রম, পরিকল্পনা, মানুষের দোয়া ও ভালোবাসার কাছে ঋণী।