গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চর ডাকুমারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার রাতে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে চর ডাকুমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন মোজাম্মেল হক। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন। বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজনের হামলায় মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা সংকটনাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মোজাম্মেল হকের মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।