শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কয়রায় এনজিএফের প্রকল্প বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ এপ্রিল, ২০২২

নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যোগে ও ইইউ এবং পিকেএসএফের আর্থিক সহযোগিতায় কয়রা উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এনজিএফের পরিচালক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এনজিএফের টেকনিক্যাল অফিসার অভিজিৎ নন্দীর পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, মানবকল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, এনজিএফের এরিয়া ম্যানেজার নিহার গোলজার, শাখা ব্যবস্থাপক ওয়াজেদ আলী, হাফিজুর রহমান, ফিল্ড অফিসার সু-মঙ্গল কুন্ডু, প্রকল্প সুফলভোগী সদস্য মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা, লীমা খাতুন প্রমুখ।