শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আড়ানী পৌর মেয়র মুক্তার গ্রেফতার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ জুলাই, ২০২১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে তাকে ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরীফের পিছনের দিকের এক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার সাথে থাকা রাজন আলী(৩০) নামক এক যুবককেও আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি জানান, মুক্তার আলীকে নিয়ে বাঘা থানাধিন আড়ানী পৌর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো স্থান থেকে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ একলক্ষ বত্রিশ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যপারে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত (৭ জুলাই ) মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার বাড়ি থেকে নগদ প্রায় কোটি টাকা ও বিপুল পরিমাণ মাদক, তাজা গুলি ও চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

তিনি আরও জানান, মেয়র মুক্তার আলীর স্ত্রী ও দুই ভাতিজা গ্রেফতারের পর থেকে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন তিনি।

গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে পাবনা জেলার তার এক অত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল বলে জানান জেলা পুলিশের এই মুখপাত্র।