শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

টাঙ্গাইলে বন থেকে নারীর মৃতদেহ উদ্ধার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর বিটের জঙ্গল থেকে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) উপজেলার বাঁশতৈল বংশীনগর গ্রামের চায়না আক্তার (৩৬) নামের ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মো. ইয়াদ আলীর মেয়ে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্থানীয়রা জানান, চায়না আক্তারকে গত তিন দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না।

প্রতিবেশীরা আজ (০৬ এপ্রিল) সকালে বাতাসের মাধ্যমে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে খোঁজাখুজি করার পর মৃতদেহটি খুঁজে পায়।পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

চায়না আক্তার অবিবাহিত ছিলেন, তাই তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন বলে জানান এলাকাবাসী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আনুমানিক তিন দিন আগে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে অনেকের ধারণা তাদের; কারন মৃতদেহটিতে পচন ধরেছে।বাঁশতৈল ফাঁড়ির এসআই মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

এসময় তিনি আরো জানান, ময়না তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।