জামালপুর জেলার ইসলামপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি হতে না হতেই বামতীর সংরক্ষণ বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধের কাজ নিম্নমানের হওয়ায় দেড় বছরের মধ্যে সিসি ব্লক ধসে পড়ছে। জরুরি ভিত্তিতে বাঁধের ধস ঠেকাতে না পরলে বিশাল এলাকা নদীগর্ভে বিলিন হতে পারে।
জামালপুরের পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২০১০ সালে যমুনার বাম তীর ভাঙন রোধে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার থেকে শুরু করে ইসলামপুর হয়ে সরিষাবাড়ী উপজেলার পিংনা পর্যন্ত তিনটি পয়েন্টে মোট ১৬ দশমিক ৫৫ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সে সময় বাঁধ নির্মাণের ব্যয় ধরা হয় মোট ৪ শ ৫৫ কোটি টাকা। বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালে এবং শেষ হয় ২০১৭ সালে।
পরবর্তী ইসলামপুর উপজেলার কুলকান্দী হার্ড পয়েন্ট থেকে শুরু করে গুঠাইল হার্ড পয়েন্টের পর্যন্ত মোট ৩ কিলোমিটার দ্বিতীয় দফায় প্রকল্প গ্রহণ করা হয়। ৩ কিলোমিটার বাঁধ নির্মাণব্যয় ধরা হয় মোট ৯০ কোটি টাকা। যা ২০১৮ সালে সেনাবাহিনীর তত্বাবধানে বাঁধ নির্মাণ কাজ শুরু হয় এবং ২০২০ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করা হয়। বাঁধটি নির্মাণ করায় উপজেলার বেলগাছ, কুলকান্দী, পার্থশী ও চিনাডুলী ইউনিয়নসহ মোট ছয়টি ইউনিয়ন নদীভাঙন রোধ হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, যমুনায় পানি বৃদ্ধি শুরু হলে কুলকান্দী হার্ড পয়েন্ট থেকে গুঠাইল হার্ড পয়েন্টের মাঝামাঝি কুলকান্দী গ্রামের মিয়াপাড়া এলাকায় হঠাৎ দুইটি স্থানে বাঁধে ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের অন্তত ২০ মিটার সিসি ব্লক যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে কুলকান্দী শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, কুলকান্দী বাজার, মসজিদ, মাদ্রাসা, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ শত শত বসতবাড়ি ও হাজার একর ফসলি জমি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান বলেন, ‘বাঁধ ধসার খবর কিছু সময় আগে আমি শুনেছি।’ বাঁধের ধস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘বাঁধ ধসের খোঁজ খবর নেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধের ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।