চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সারওয়ার্দি ওরফে সাহু (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ সারওয়ার্দি ওরফে সাহুর বসত বাড়ীর আঙ্গিনায় বড় সুড়ঙ্গে লুকিয়ে রাখা ৪’শত বোতল ফেনসিডিল সহ তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্বে দেন।
আটককৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত ফেন্সিডিল বর্ডার থেকে আমদানী করে তার বসত বাড়ীতে বিশেষ কায়দায় তৈরী সুড়ঙ্গের ভিতর রক্ষিত রেখে খুচরা হিসেবে বিক্রি করে আসছিলো।