রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষের যোগাযোগের পথ সুগম করতে গাইবান্ধার বালাসীঘাট হতে বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিসের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল।
আগামীকাল শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ সার্ভিসের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধু সেতুতে চাপ কমানো এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে যাতায়াত সহজ করতে বালাসী-বাহাদুরাবাদঘাট নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু নির্মাণের আগে দিনাজপুর থেকে রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট পর্যন্ত ট্রেন চলাচল করত। রংপুর বিভাগের আট জেলার ট্রেনযাত্রীরা বালাসীঘাট থেকে রেলওয়ের ফেরিতে জামালপুরের বাহাদুরাবাদে পৌঁছে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করতেন। এতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগত। ২০০৪ সালে বালাসীঘাট-বাহাদুরাবাদঘাট পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি রেলওয়ের ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ বেড়ে যাওয়ায় লঞ্চ সার্ভিসটি চালু করা হচ্ছে। আগামীকাল শনিবার দুপুরে নৌ-প্রতিমন্ত্রী লঞ্চ সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর ফলে রাজধানীর সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার যোগাযোগে সুবিধা হবে। সহজে ও স্বল্প সময়ে মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবে।’