ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রজব বেপারি (৪০)। এ ঘটনায় উসমান মন্ডল (৩০) নামে একজন আহত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত অটোরিকশা চালকের নাম রজব বেপারি (৪০)। সে উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাখন রায়েরপাড়ার মঙ্গল বেপারির ছেলে। এছাড়া আহত যাত্রীর নাম উসমান মন্ডল (৩০)। তিনি গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ডের শাজাহান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজার থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যু হয়।
আহত যাত্রীকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ট্রাকটিকে জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।