গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) বিকেল ৫ টায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের উপদেষ্টা রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার শান্ত এবং বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম ইয়ামিনুল হাসান আলিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা।