রাজশাহীর নগরীর বিভিন্ন পয়েন্টে সত্যের জয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় নগরীর জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে ১৫০ জনকে ইফতার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক নাঈম হোসেন ও দৈনিক সকালের সময় পত্রিকার বিভাগীয় প্রধান শাহিনুর রহমান সোনা এবং সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
এরপর বিকেল সাড়ে ৫ টায় নগরীর বর্নালীর মোড়ে দ্বিতীয় কর্মসূচি পালন করা হয় এবং এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও রাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জর্জকোর্টের পি.পি মুসাব্বিরুল ইসলাম, সমাজসেবক তানসিম আলম (সৈকত) এবং সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্য রায়হান খান, আশিক, আফনান, রাকিব সহ আরও অনেকে ।