কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বুধবার সকাল ৯ টার দিকে দেউলিয়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে ৪নং কয়রা গ্রমের আনিছুর রহমানকে আটক করে।
পরবর্তিতে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা নিষিদ্ধ। সেই কারনে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযন চালানো হয়।