‘মাস্ক পড়ার অভ্যেস , করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় করোনা সতর্কে ওসির মাইকিং।
(শুক্রবার ৯ জুলাই) সকাল থেকে আটঘরিয়া থানা ও যৌথবাহীনির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রধান সড়কের চেকপোষ্ট পরিদর্শন ও জনসচেতনতা বৃদ্ধি তে হ্যান্ড মাইকিং করা হয়।
আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থিতিতে আটঘরিয়া থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে।আপনারা নিয়ম মানুন, মাস্ক পরুন, স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরুত্ব বজায় রাখুন। বার বার সাবান পানি দিয়ে দুই হাত ধৌত করুন।
বাহিরে গেলে মাস্ক ব্যাবহার করুন। সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন, সকল প্রকার গনযোগাযোগ এড়িয়ে চলুন। করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য ঘর থেকে বের না হওয়াই ভালো।
আটঘরিয়া থানা এলাকায় করোনার প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। সুতরাং আপনারা লকডাউন মেনে ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। আবার আমরা সুস্থ পৃথিবীতে একত্রিত হবো ইনশাল্লাহ।