সাতক্ষীরায় ১২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
আটককৃত যুবকের নাম রুপিয়া মোঃ ইকবাল হোসেন (৪০)। সে কলারোযার বড়ালী গ্রামের -মৃত আজিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খানের তত্বাবধায়নে জেলা ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম,এস আই আব্দুল আলিম, এএসআই তারকচন্দ্র মন্ডল, এ এস আই এস এম ইসমাঈল হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার কলারোয়া থানা এলাকা থেকে ১২০ পিস ইয়াবা সহ পুলিশ মোঃ ইকবাল হোসেন কে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি বাবুল আক্তার জানান, আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় মামলা রুজু করেছে। তিনি আরো জানান, আটককৃত আসামীকে শনিবার সকালে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।