খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (মুন্ডা) নারীকে সংঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৪ আসামীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী, মঙ্গলবার (১৯ এপ্রিল) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছুটিতে থাকায় আসামীদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম শুনানী শেষে আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরকৃত আসামীরা হলেন ২নং কয়রা গ্রামের আব্দুল হক সানার পুত্র ওমর সাদিক (২৬),মোঃ সলেমান সরদারের পুত্র ইমরান হোসেন (২৭), মোঃ নজরুল সানার পুত্র শাহ আলম (২১) এবং ৪ নং কয়রা গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র জোবায়ের হোসেন (২৫)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসন বলেন,গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩নং কয়রা গ্রামের এক মুন্ডা নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ একজনকে আজ্ঞতনামা আসামি করে কয়রা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪ আসামীকে আটক করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে