গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উদাখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনডিপির স্বপ্ন প্রকল্পের সহায়তায় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহম্মেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউএনডিপির স্বপ্ন প্রকল্পের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক জাহিদুল হক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আরডিআরএস বাংলাদেশের সঙ্গ প্রকল্পের ইউনিয়ন সুপারভাইজার মিঠু চন্দ্র সরকার, ইউপি সদস্য মকবুল হোসেন ও আমজাদ হোসেন প্রমুখ। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।