রাজশাহীর পুঠিয়ায় কেয়া খাতুন ফালগুনি (১৭) নামে পথচারি প্রতিবন্ধী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রাকিব নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার খানপুর থেকে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত পুঠিয়ার কাজুপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মিজান (৩০) এবং কার্তিকপাড়া গ্রামের নমীর উদ্দিনের ছেলে রাকিব (২৫)।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার কোয়ালিপাড়া গ্রামে। তিনি জামগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। তার এক পায়ে সমস্যা থাকায় খুড়িয়ে হাটেন। ভুক্তভোগী কেয়া খাতুন ফালগুনি, সকালে কাচুপাড়ার এক আত্মীয়র বাড়ি বেড়াতে যায়। ইফতারের পর একটি ব্যাটারি চালিত রিকশা ভ্যান করে বাড়ি ফিরছিলেন। তার ভ্যানে আরও দুইজন ছিল। এ সময় কাচুপাড়া মাঠের মধ্যে ৫/৬ জন ধারলো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতি রোধ করে। এ সময় সবার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে সবাইকে তাড়িয়ে দিয়ে তাকে তুলে নিয়ে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার কাচুপাড়া মাঠের মধ্যে একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
র্যাবের পাঠানো তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।