চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর বিশেষ অভিযানে অস্ত্র ব্যাবসায়ী জামিরুল ইসলামকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দশটার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ দল চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রানিহাটি ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়নশুকা কাঁঠালিয়াপড়ার মৃত আজাহার আলীর ছেলে জামিরুল ইসলাম(২৮) কে ৩টি ওয়ান শুটার গান , ২ রাউন্ড গুলিসহ হাতে নাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫।