শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কুমিল্লা-৫ উপনির্বাচন ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বুড়িচং-ব্রাহ্মণপাড়া কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান।

প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীক) ব্রাক্ষণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর জমাকৃত কাগজপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খানসহ সংসদ সদস্য হতে ৮ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।