সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ – গ্রামীন নিউজ২৪ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি – গ্রামীন নিউজ২৪ শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য তৃতীয় দিনের মত ইসতিসকার নামাজ ও দোয়া – গ্রামীন নিউজ২৪ আটপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে গ্রিন ফিল্ড টি ইন্ডাষ্ট্রিজের বিক্রয় কেন্দ্র উদ্বোধন – গ্রামীন নিউজ২৪ প্রাইভেটকার থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার- গ্রামীন নিউজ২৪ সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা – গ্রামীন নিউজ২৪ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

মেয়র আনিছকে ঘায়েল করাই তাদের টার্গেট – গ্রামীন নিউজ২৪

শাহরিয়ার আহমেদ রোহান, ত্রিশাল, ময়মনসিংহ / ১০৮৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ
  • Print
  • ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছকে টার্গেট করে মিথ্যা অপপ্রচার ও একটি মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে । এই মিথ্যা অপপ্রচার ও সংবাদ প্রকাশের নেপথ্যে রয়েছে একটি চক্র। অনুসন্ধানে জানাগেছে, উপজেলা আওয়ামীলীগের কয়েক নেতা ও হঠাৎ শিল্লপতি বনে যাওয়া কতিপয় কিছু ব্যাক্তি এই চক্রের মুলহোতা । দুর্বৃত্তদের হাতে ২০১৮ সালের জুনে খুন হন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার। তার পুত্র আব্দুল্লাহ আল মামুনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে প্রভাবশালী একটি চক্র। অভিযোগ, মঠবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মতিন মাষ্টার ।

     

     

     

     

     

     

     

     

     

     

    একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করে মতিন মাস্টার বিরুদ্ধে মামলা হয়েছিল। এলাকাবাসীর এই মুক্তিযোদ্ধা শিক্ষককে ভালবাসতেন বলে, সহমর্মীতা আর সহানুভূতি দেখান তার পুত্র আব্দুল্লাহ আল মামুনের প্রতি । মামুন এই সহমর্মীতা আর সহানুভূতি পূঁজি করে উল্টো সাধারণ মানুষকেই হয়রানি করে যাচ্ছেন। তিনিও আর্থিক ও নানাভাবে লাভবান হতে নিজে অদৃশ্য থেকে সাধারণ মানুষের বিরুদ্ধে
    তিন বছরে ৩৩টি জিডি করেছেন । গত ১৫ এপ্রিল আবুল কালাম আজাদ নামে একজন খুন হন। এলাকাবাসী বলছে, হত্যা-নির্যাতনের নেপথ্যে রয়েছে জমি জবরদখল,মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার । এদিকে টানা তিন খুনের বিচার চেয়ে ও খুনের ঘটনায় জড়িত আসামি বিএনপি নেতা জিলানী, লাল মিয়া ও তাফাজ্জলকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে নেতৃত্ব দেন নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের পুত্র আব্দুল্লাহ আল মামুন। তাকে সকল টাকা যোগান দেয় আওয়ামী লীগের একটি বিতর্কিত গ্রুপ। মানববন্ধন চলাকালে গণমাধ্যমকর্মীদের মোটা অংকের টাকাও দেওয়া হয়েছে এমন একটি অডিও সংরক্ষণ করা হয়েছে। মামুনের এহেন কর্মকান্ডে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে । স্থানীয় নিরীহ লোকদের ফাঁসাতে মামুন ও ইউপি সদস্য হাফিজুর রহমানের উস্কানিতে ২০১৯ সালে হত্যা করেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দফতরি রফিকুল ইসলামকে। আর আসামী করেন স্থানীয় নিরহ লোকজনকে। আবুল কালাম আজাদ খুনের ঘটনা নিয়েও মামুন,ইউপি সদস্য হাফিজুর রহমানের রয়েছে ষড়যন্ত্র । এদের কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছেই চলছে।

     

     

     

     

     

     

     

     

     

     

    এলাকাবাসীর সাথে কথা বলে ও দুটি অভিযোগ থেকে জানাগেছে, মুক্তিযোদ্ধা মতিন মাষ্টার খুনের মামলাটি বিচারাধীন আছে । আসামীদের কেউ আছেন কারাগারে কেউ জামিনে আছেন । পিতার হত্যার ঘটনায় স্থানীয়রা সহানুভূতি ও সহমর্মীতা দেখিয়ে মামুনের পাশে দাঁড়ান । কিন্তু হাফিজুর রহমান ও ত্রিশাল আওয়ামী লীগের কয়েকজন নেতা এটিকে সুযোগ আর ঢাল হিসাবে নেয় । টাকা পয়সা আদায় কিংম্বা রাজনৈতিকভাবে নিজ স্বার্থ চরিতার্থ করতে এলাকাবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে থাকে । ধারাবাহিকতায় এসব খুনের ঘটনা ঘটছে । সামাজিক দ্বন্দ সংঘাত, অভ্যন্তরীণ কোন্দল , অপরাধমূলক কাজ বাড়তে থাকে । এটিকে ব্যবহার করেন মামুন । একে দিয়ে তাকে দিয়ে স্থানীয় নিরীহ নিরাপরাধ মানুষের নামে জিডি করান ত্রিশাল থানায় । থানা ও গোপন আস্তানায় বসে সকল ঘটনা সামাল দেন মামুন । মামুন বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুসম্পর্ক আছে এমন কথা বলে বেড়ান ।

     

     

     

     

     

     

     

     

     

     

    সরকার দলীয় বড় নেতা,পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভ্রান্ত করে ত্রিশাল থানার ওসিসহ সংশ্লিষ্ট বিভাগে ফোন করান । এসব নিয়ে দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন ত্রিশাল থানা কার্যালয় ও আশেপাশে । ইতিমধ্যে ৩৩টি জিডি হয়েছে যা তিনিই ড্রিল করেন । একটি চক্র রাজনৈতিক স্বার্থ আদায় ও সুবিধা নিতে ত্রিশাল পৌরসভার মেয়র আনিছুজ্জামান আনিছকে ঘায়েল করার অপচেষ্টা চালান । ত্রিশালে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃত্বে আনিছুজ্জামান আনিছ ব্যাপক জনপ্রিয় ও গ্রহনযোগ্য । নিহত মুক্তিযোদ্ধা মতিন মাষ্টারের পুত্র মামুনকে গুটি হিসাবে নিয়ে স্থানীয় আওয়ামীলীগের ঐশ্রেণির কয়েক নেতা ষড়যন্ত্র শুরু করে । একটি মিডিয়ায় তার নামে অপপ্রচার হয় । যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন , বানোয়াট ও কল্পনাপ্রসূত । তন্মধ্যে ধরা যাক, আবুল কালাম আজাদ হত্যার ঘটনা । এই হত্যাকান্ডকালে মেয়র আনিছ সৌদী আরবে গেছেন পবিত্র ওমরাহ হজ পালনে । এই হত্যাকান্ড নিয়ে মামুনের নেতৃেত্ব মানবন্ধান হয় স্থানীয়ভাবে । এরপর ২০ এপ্রিল ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করে যার নেপথ্যে থাকে মামুন । এসব ঘটনায় বিব্রত ক্ষোদ থানা পুলিশ ও স্থানীয় লোকজনও । অথচ নিহত আবুল কালাম আজাদের পরিবার একটি কথাও মেয়র আনিছকে নিয়ে বলেননি । মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ২০ এপ্রিল মেয়র দেশে ফিরে একটি পত্রিকায় নিউজ দেখেন । এসব ঘটনায় মঠবাড়িয়া এমনকি গোটা ত্রিশালব্যাপী চক্রন্তকারী ও মামুনের কর্মকান্ডে ক্ষুব্ধ । তারা এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মেয়র আনিছুজ্জামান আনিছ খুবই ভাল এবং পরোপরাকরি এবং যোগ্য আওয়ামী লীগ নেতা । তার জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতা ও গুণাবলী দেখেই এসব করছেন । বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া উচিৎ ।

    এ বিষয়ে মামুনের ব্যক্তিগত মোবাইল নাম্বারে বারবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর