বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে নিহত এক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কুড়িগ্রামের ফুলবাড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। এসময় ট্রাক্টরে থাকা আরোও ২ জন গুরুতর আহত হয়েছে। নিহত চালকের নাম সুমন মিয়া (১৯)। সে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আহতরা হলো- শিহাব উদ্দিন (২১) ওই ট্রাক্টরের মালিক এবং একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।

 

 

 

 

 

 

 

 

 

 

শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার বিকেলে কিশামত শিমুলবাড়ি এলাকার জনৈক নারায়ণ চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশে দুইজন ট্রাক্টর নিয়ে যায়। হালচাষের জমিতে যাওয়ার আগেই কিশমাত শিমুলতলা এলাকার জমির একটি উচু আইল পার হতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন মিয়া। গুরুতর আহত হয় শিহাব উদ্দিন। পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।