গাজীপুর জেলার তরুণ তরুণী ও দেশের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীদের সম্মিলিত প্রচেষ্টায় লেখিকা স্বর্ণালী সরকার ও তরুণ কবি ও লেখক মেহেদী হাসান রাসেল প্রতিষ্ঠা করেছে ইয়ং সোসাইটি টিম অফ বাংলাদেশ নামক মানব সেবা মূলক সংগঠন।
গত ২০ এপ্রিল সংগঠনটির ভার্চুয়াল উদ্ভোধন হয়। সেখানে নারী সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তানিজলা চৌধুরি কে প্রধান উপদেষ্টা করা হয়।
সেই ধারাবাহিকতায় শনিবার (২৩ এপ্রিল) প্রকাশ করা হলো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি।
সেখানে সভাপতি করা হয় স্বর্ণালী সরকার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সারোয়ার হুসাইন মোল্লা কে তাছাড়া সিঃসহ সভাপতি রোজিনা সহ সভাপতি ইশমে আজম,শাওন হোসেন, সায়মন হোসেন,জসিম উদ্দদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাব্বির বেপারি,লিখন হোসেন,স্বাধীন বেপারি, সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ শাকিব, মোঃ নাঈম মোল্লা, তাসনিয়া ফারিন আখি,রনি সরকার,সাগর আলী,মির্জা নাঈম,রাকিবুল হাসান।
তারা জানায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেই তারা তাদের মূল লক্ষ্য এবং তারা কাজের দ্বারা মাঠে থাকবে সব সময়।