মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফুলছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে ৩৩০ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ১২ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
আগামী ২৬ এপ্রিল ২০২২ খ্রি: তারিখে সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের ১২টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমানসহ ফুলছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।