বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলির ঘটনায় নিহত বেড়ে ১৯ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মে, ২০২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই শিক্ষার্থী।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৮ শিক্ষার্থী ও একজন বয়স্ক ব্যক্তি রয়েছে। নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিবিসির প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস (১৮) নামে এক যুবক রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন। এ সময় পুলিশের গুলিতে ওই যুবক নিহত হয়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সান আন্তোনিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়। সূত্রঃ ইত্তেফাক