শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৩৯৬ জন করোনায় আক্রান্ত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ১ হাজার ২৫০ জনের টেস্ট করে নতুন করে ৮ জেলায় ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুর জেলায় ১ জন এবং কুড়িগ্রাম জেলায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ জন।

এ নিয়ে বিভাগে ১ লাখ ৪১ হাজার ৪৮৭ জনের টেস্ট করে মোট ২১ হাজার ১৩৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৫৮১ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বিভাগের দিনাজপুর জেলায় এ যাবত কালের একদিনে সর্বোচ্চ ২৭৫ জন, ঠাকুরগাঁয় ৪৭, নীলফামারীতে ২০, কুড়িগ্রামে ১৩, পঞ্চগড়ে ১২, লালমনিরহাটে ১১, গাইবান্ধায় ১১ এবং রংপুর জেলায় ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩৫ জনসহ হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ লাখ ১৫ হাজার ২৩২ জন। একই সময়ে ৪৬৩ জনসহ মোট ১ লাখ ৯ হাজার ৬৪৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।