জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ ওডিআই সিরিজের আজ প্রথম ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
পারিবারিক কারণে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। ডান গোড়ালিতে ব্যথা অনুভব করা এ বাঁহাতি পেসারকে তিন-চার দিন বিশ্রামে থাকতে হবে। সিরিজের প্রথম ওয়ানডেতে তাই মুস্তাফিজকে পাবে না বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল হাঁটুর ইনজুরি বয়ে বেড়াচ্ছেন। তবে ইনজুরি সামলে খেলবেন তিনি।
জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট জিতে নির্ভার বাংলাদেশ দলকে তাই ওয়ানডে সিরিজের আগে কিছুটা ঝক্কি পোহাতে হচ্ছেই। পরিস্থিতি যা-ই হোক, জয়ের লক্ষ্যে অবিচল টাইগাররা। সিরিজ হবে আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে। তাই পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ। তিন ম্যাচেই সেরা দল খেলাবে সফরকারীরা।