শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়ার সিরিজ হার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুলাই, ২০২১

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৬ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ হারল অস্ট্রেলিয়া।

অনেকের মতে, এমন কোনো সিরিজে এমন ধরাশায়ী কখনও হয়নি অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটের ইতিহাস জানা ব্যক্তিরা বলতে পারবেন, ৮৯ বছর আগে ১৯৩২-৩৩ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এমন হার দেখেছিল অসিরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙেন তারই সতীর্থ এভিন লুইস।

ম্যাচে ৩৪ বলে ৭৯ রানের সাইক্লোন ইনিংস খেলেন লুইস। মার্সের বলে সাজঘরে ফেরার আগে ৯টি ছক্কা হাঁকান এ ক্যারিবীয় ওপেনার।
অষ্টম ছক্কা হাঁকানোর সময় গেইলের রেকর্ডটি নিজের পকেটে পুরেন লুইস। ওই ছক্কার সঙ্গে মাত্র ৪২ ইনিংসেই একশত ছক্কা হাঁকানোর গৌরব অর্জন করেন এ ক্যারিবীয় বাঁহাতি ব্যাটসম্যান। যেখানে একশো ছক্কা হাঁকাতে গেইলের লেগেছে ৪৭ ইনিংস।

তবে এসব রেকর্ডকে ছাপিয়েও আলোচনায় এসেছে ফাবিয়ান অ্যালেনের একটি ক্যাচ ধরার দৃশ্য ও উইকেট উদযাপনের বিষয়টি।
অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উড়িয়ে মারা বলটি যেভাবে তালুবন্দী করেন ফাবিয়ান তা এক কথায় অসাধারণ।

নবম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফুলটস দেন হেইডেন ওয়ালশ। তা ননস্ট্রাইক-এন্ডের ব্যাটসম্যানের ওপর দিয়ে উড়িয়ে মারেন ফিঞ্চ। বলটি সীমানা পেরিয়ে যাচ্ছিল প্রায়। কিন্তু ফারিয়ান এলেন দৌড়ে এসে সুপারম্যানের মতো উড়ে গিয়ে এক হাতে বলটি তালুবন্দী করেন।
অসম্ভব ক্যাচটি ধর নিজেই পুলকিত হয়ে যান। এরপর তা উদযাপনে জিমন্যাস্ট প্রদর্শন করেন। শূন্যে ভেসে কয়েকবার ডিগবাজি খান। এলেনের দুর্ধ্বর্ষ ক্যাচ ধরার দৃশ্য ও তার ডিগবাজির (শারীরিক কলা-কৌশল প্রদর্শন) ভিডিও নেটদুনিয়ায় এখন ভাইরাল।