মোংলার জয়মনি লঞ্চঘাট নামক স্থানের পাসের
খাল থেকে কুমিরের আক্রমণের শিকার হয় গরু।
১৯ জুলাই সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খালটি এলাকার পাশ্ববর্তী হওয়াই গরুটি খালের চরে (ঘাস/খাবার)থেকে গেলে কুমিরের আক্রমণের শিকার হয়। এলাকাবাসী দেখতে পেলে তাৎক্ষণিকভাবে ঢিল লাঠি ছুড়ছে থাকলে গরুটিকে ছেড়ে কুমিরটা নদীতে চলে যান। নিউজ লেখার আগ পর্যন্ত এখনো কোন গরু মালিকের খোঁজ পাওয়া যায়নি। বন বিভাগ সূত্রে জানা যায় কুমিরের আক্রমণে শিকার হওয়া গুরুটিকে মাটি দিয়ে পুঁতে ফেলা হবে। উল্লেখ্য এর আগেও অনেক বার কুমিরের আক্রমণের শিকার হয়েছে গরু। বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন”গরুটিকে কুমির শিকার করার পর টেনে ছোট মোরগ মারি নামক খালে নিয়ে যাও সেখান থেকে আমরা মৃত্যু অবস্থায় উদ্ধার করি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে এসে কতৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেওয়া হয়। চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন” ঊর্ধ্বতন কতৃপক্ষের নিদের্শে গুরুটিকে মাটি দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন গরুর মালিককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শনাক্তের প্রকৃয়া চলছে মালিককে পাওয়া গেলে তার নামে বন আইনে মামলা দায়ের করা হবে। বন বিভাগ প্রতিনিধি মিজান রহমান আরও বলেন” আমরা মাইকিং করেও মানুষ বলে দিয়েছি সুন্দরবনে এবং নদীতে যেন কোন প্রকার গবাদি পশু না যায়। যাদের গবাদি পশু যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে উদ্ধার কাজে বন বিভাগ থেকে আবু মুছা খাঁন আব্দুল গফুর ও সহযোগী ছিলেন সিপিজি মাসুদ শেখ। পরিশেষে আমরা সকাল ৯ টার দিকে রেঞ্জ কর্মকর্তার কায্যলয়ে মাটি চাপা দেওয়া হয়।