শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মুজিব বর্ষ উপলক্ষে সরকারি ঘর পাচ্ছে আরো ৮০০ টি গৃহহীন পরিবার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ জুন, ২০২১

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ৮ শত টি গৃহহীন পরিবার। এরমধ্যে আগামী ২০ জুন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৮শ টি ঘরের উদ্বোধন করবেন।

শুক্রবার (১৮জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবাযের হোসেনের তথ্য মতে, দ্বিতীয় ধাপে বালিয়াডাঙ্গী উপজেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ৮শত টি। এর মধ্যে আগামী ২০ জুন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিয়াডাঙ্গী উপজেলা উদ্বোধন যোগ্য ৮শত টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবাযের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, সিনিয়র সাংবাদিক মোঃ রমজান আলী, সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক দবিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম কায়সার, সাংবাদিক আল মামুন জীবন, সাংবাদিক আব্দুস সবুর, সাংবাদিক জানে আলম শেখ, সাংবাদিক আব্দুস সালাম সহ বালিয়াডাঙ্গী উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।