শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মমেক হসপিটালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অনুদানের ৪ লক্ষ টাকার প্রথম চেক হস্তান্তর – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুলাই, ২০২১

আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব ডাঃ মীর আনোয়ার হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবিরের হাতে করোনাকালীন চিকিৎসা সেবা প্রদানের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বেতন-ভাতাদি বাবদ ৪ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বেতন-ভাতাদি বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা হারে অনুদানের ঘোষণা দিয়েছেন যার প্রথম চেকটি আজ হস্তান্তর করা হলো। এটি করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তাছাড়া তিনি করোনা চিকিৎসার সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের ঘোষণা দিয়েছেন যা শীঘ্রই হস্তান্তর করা হবে বলে জানা যায়।