শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মুক্তাগাছা ভূমিহীনদের গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ জুন, ২০২১

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দরিদ্রদের জন্য অগ্রাধিকারমূলক প্রকল্পে ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ এর ২য় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে মুক্তাগাছা উপজেলা পরিষদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী ভূমি কমিশনার মাসুদ সরকার,উপজেলা পিআইও, মুক্তাগাছা প্রেসক্লাব প্রতিষ্ঠাকালিন সদস্য সুজিত সিংহ ,উপজেলা প্রকৌশলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্টমিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য ২য় ধাপে মুক্তাগাছা উপজেলার ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধান মন্ত্রীর এ উপহার পাচ্ছেন। আগামী ২০ জুন গণভবন থেকে সারাদেশে একযোগে এর ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।