শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

প্রায় ৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়ে খুব ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল।

সিরিজে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াটওয়াশ করল বাংলাদেশ।

এবার মিশন টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু এক রেখে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের দিন এগিয়ে এসে সূচি নির্ধারণ করা হয়েছে।
যে কারণে ২৩ তারি

জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের বিষয়টি মাহমুদউল্লাহর জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ এ লড়াইয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর ভরসা এখন ফর্মে ফেরা সাকিব ও লিটন। চোট সেরে শেষ ওয়ানডে খেলে ৩ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমানকে বোলিং অস্ত্র হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ। তাছাড়া মুশফিকের বদলে উইকেট সামলানো নুরুল হাসান সোহানও দুর্দান্ত খেলছেন।
এরপরও কুড়ি ওভারের এই ফরম্যাটে জিম্বাবুয়েকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ হেড টু হেড পরিসংখ্যান অবশ্য ভালো বার্তা দিচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি।

আর সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে একটি ম্যাচে হারিয়েছে ব্রেন্ডন টেলরের দল।
এসব কথা মাথায় নিয়েই আজ মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।