গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের কুড়িপাড়ায় সরলতার সুযোগে গৃহবধুর সাথে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।
জানা যায়, গৃহবধুর স্বামী পরিমল চন্দ্র কাজের সুবাদে দীর্ঘ দিন থেকে চট্টগ্রামে থাকেন। এরই সুযোগে গৃহবধূর সরলতা নিয়ে প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ঐ গৃহবধূ (২২) এর সাথে শারীরিক সম্পর্ক করেন ভবেশ চন্দ্র বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্র। খোঁজ নিয়ে আরো জানা যায় যে, গৃহবধূর বিয়ে হয় প্রায় ৬ বছর আগে। এদিকে তার ৪ বছরের এক কন্যা সন্তান ও রয়েছে। সংসারে অভাব অনটনের কারনে গৃহবধূর স্বামী পরিমল চন্দ্র কাজের সন্ধানে চট্টগ্রাম চলে যায়। এরই সুযোগ বুঝে দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে ভবেশ চন্দ্রের আসা যাওয়া বেড়ে যায়। এমন এক পর্যায়ে তাদের মাঝে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।চলতে থাকে আসা যাওয়া। অভিযুক্ত ভবেশ চন্দ্র একই গ্রামের মনিরাম চন্দ্রের ছেলে।
স্থানীয় এক লোক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ভবেশের সাথে প্রায় ২ বছরের বেশি দিন থেকে সম্পর্ক। সে অনেক রাত্রে এদের (গৃহবধূর) বাড়িতে আসা যাওয়া করে। তবে এও শুনেছি যে এর আগেও ছেলেটা (ভবেশ) একবার ধরা পড়েছিল।
এ নিয়ে ভুক্তভোগী গৃহবধূর সাথে কথা হলে তিনি বলেন, ওই ছেলে ভবেশ এত দিনে আমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। অনেক ক্ষতি করেছে আমার। এখন আমি ওকে চাই, ওকেই আমি বিয়ে করবো।
এব্যাপারে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, বিষয়টি শুনেছি সেখানে স্থানীয় ভাবে শালিস করতে গিয়েছিলাম তবে শালিসে গৃহবধূর স্বামী (পরিমল চন্দ্র) ও অভিযুক্ত ছেলে (ভবেশ চন্দ্র) এবং তার পরিবারের লোকজন উপস্থিত না থাকায় শালিসের তারিখ পরিবর্তন করে দেয়া হয়েছে।