ঠাকুরগাঁও জেলায় ময়ুরী আক্তার(১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৩ জুলাই পৌরশহরের হাজীপাড়ার আসাদুজ্জামান আসাদের বাসার উঠানের আমগাছ থেকে ঐ গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ময়ুরী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মুন্সিরহাট এলাকার মোতালেব হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায় ময়ুরী আজ সকালে বাসার রান্নার কাজ শেষ করে। এর কিছুক্ষণ পর ওই বাসার এক সদস্য ঘর থেকে রেব হয়ে আমগাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাসার মালিকের দাবি ময়ুরী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ আত্মহত্যা তা আমরা জানিনা।
গৃহকর্মীর বাবা মোতালেব হোসেন জানায়, গত ৫ বছর ধরে ঐ বাসায় আমার মেয়ে গৃহকর্মীর কাজ করছিল। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করে পর দিন ২২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজীপাড়া বাসায় আসে ময়ূরী ২৩ জুলাই শুক্রবার সকালে খবর দিলে আমরা এসে দেখি আমার মেয়ের এই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোছা: সুলতানা রাজিয়া জানান, ঘটনা উদঘাটনের জন্য থানা পুলিশ এবং পিবিআই কাজ করছে।