কক্সবাজারের টেকনাফে ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) ভোর রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন, স্থানীয় সৈয়দ আলমের পাঁচ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।
টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে বুধবার রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।
মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়ায় ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়।