শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৭, আক্রান্ত ১৬২৩০ জন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

করোনাভাইরাস দেশে রুদ্র মূর্তি ধারন করতে শুরু করেছে। প্রতিদিনের বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সময় থাকতে দেশের সাধারন জনগন সতর্ক না হলে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা যাচ্ছে না। হাসপাতাল গুলোতে প্রতিনিয়ত বাড়ছে ভিড়, রোগী ভর্তি করাতে গিয়ে হিমসিম খাচ্ছে হাসপাতাল গুলো।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও  ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে।

আজ বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও  ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।