রংপুরের পীরগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৩জনসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে।
নিহত মোস্তাফিজার রহমান চতরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কাটাদুয়ার গ্রামের আজিজুর রহমানের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, আজ বুধবার (২৮ জুলাই) বিকালে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহতরা হলেন- কুয়াতপুর গ্রামের আ: রহিম মিয়ার পুত্র তাজুল ইসলাম (৩৫), কাটাদুয়ার গ্রামের প্রিয়নাথের পুত্র সুকুমার (৩৪), মদনখালী ইউনিয়নের খালাশপীর থিয়ারপাড়া গ্রামের আ: লতিফ মিয়ার পুত্র শাহিন মিয়া (৪০), তার স্ত্রী মাজিয়া জান্নাত (৩০) একমাত্র পুত্র আফছান (০৮) তারা মোটর সাইকেল যোগে আত্মীয়র বাড়ীতে যাচ্ছিল।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মোটর সাইকেল সংষর্ঘে মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়েছে।