গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই ) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬৬ আর্টিলারি ব্রিগেডের অধিনস্থঃ ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ৭৫টি অস্বচ্ছল পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল- ৪কেজি, আটা- ২কেজি, মসুর ডাল- ১কেজি, তৈল- আধা কেজি, লবণ – ১ কেজি ও সাবান-১টি। উদ্বোধন করেন- সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।
উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া,ওয়ারেন্ট অফিসার মোশাররফ, সাদুল্লাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব বলেন- সরকারি কোষাগারে প্রচুর খাদ্য মজুদ আছে। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।
এরপরেও যদি কেউ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয় তাহলে ৯৯৯ এ কল দিলেই প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। তাই লকডাউনের বিধি মেনে চলার আহবান করেন তিনি।