বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ফরিদপুরে ইভটিজিংয়ের দায়ে ১ যুবকের কারাদন্ড – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় ইভটিজিংয়ের দায়ে বিপুল মাতুব্বর (২৮) নামের এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে নগরকান্দা পৌরসভার ছাগলদি স্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানাগেছে বিপুল মাতুব্বর ছাগলদী বাস ষ্ট্যান্ডে একটি মেয়ের হাত ধরে টানাটানি করে। পরে মেয়েটি ইউএনওর নিকট অভিযোগ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু।

বিপুল উপজেলার শংকরপাশা গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে, পেশায় বাস চালক ও ২ সন্তানের জনক বলে জানাগেছে।