ঠাকুরগাঁওয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৩০ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে অভিয়ান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রি করার সময় হাতে নাতে এক ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি দিনাজপুর কোতোয়ালি এলাকার মোঃ রানা (৪০)। এসময় তার কাছ থেকে আটক করা হয় ২১৩ কেজি বিক্রয় নিষিদ্ধ (যে মাছ চাষ করলে অন্য মাছ খেয়ে ফেলে) আফ্রিকান মাগুর। অভিযানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদর থানার পুলিশ ফোর্স অংশ নেয়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার বিক্রতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং আটককৃত মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং এতিমখানার শিষকদের প্রদান করেন।