খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি মেয়র ও মোংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ জুন) বাদ মাগরীব মোংলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল,সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আমির হোসেন আমু, সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ,আহসান হাবিব হাসান,হাসান গাজী,মনিরুল ইসলাম দুলু,মাহমুদ হাসানসহ স্থানীয় আরো কয়েকজন সাংবাদিক।
উল্লেখ্য,সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। গত মঙ্গলবার (১৫ জুন) দুপুরে হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুপুরে শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তার প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এ সময়ে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন।বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। আগামী সপ্তাহে তিনি ঢাকায় গিয়ে অপারেশন করবেন বলে ধারণা করা হচ্ছে।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মোংলা ট্রেডাস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মাহমুদ হাসান।