শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

শিবগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ ভাসছিল পুকুরে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ডোবা থেকে নিখোঁজ জুলেখা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পুকুরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প এলাকার আতাউর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় জুলেখা। এ ঘটনায় বিকেলে থানায় একটি অভিযোগ করেন মৃতের পিতা জুরান আলী। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। রোববার সকালে স্বামীর বাড়ির পাশে একটি ডোবায় জুলেখার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এ সময় থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুলেখার পিতা জুরান আলী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই কারণে অকারণে নির্যাতন করা হতো জুলেখাকে। এ নিয়ে একাধিকবার সমাধান করা হয়েছে। কিন্তু এবার তারা আমার মেয়েকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, মরদেহটি পানিতে দীর্ঘ সময় থাকায় প্রাথমিকভাবে আলামত বোঝা যায়নি।

ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে।