আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত নেতা-কর্মী জেল খেটেছে। আমাদের জনসভা করতে দেওয়া হয়নি। আমাদের সমাবেশে হামলা করা হয়েছে।
তিনি বলেন, ‘জনগণ উন্নতি ও শান্তির জন্য পরিবর্তন চায় এবং জাতীয় পার্টি তা দিতে পারে। বিএনপি সঙ্গে জোটের প্রশ্নই আসে না। রংপুরে মেয়র নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী দেবো।’
রওশন এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেনসহ দলের কিছু নেতা-কর্মী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক, মসিউর রহমান ও গোলাম মসীহ। ইত্তেফাক