দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টার দিকে প্রকাশিত হবে বলে জানা গেছে।
ফল প্রকাশের বিষয়ে রোববার (২৭ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক ডিপিইর এক কর্মকর্তা জানিয়েছেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বুয়েটে এই ফল যাচাই-বাছাই করা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশিত হবে।
এর আগে, গত ২৪ নভেম্বর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।