ঢাকার অদুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় নির্মাণাধীন মার্কেট ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।
আজ শনিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে ঢাকার অদুরের গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোডের সি ডি এল মার্কেটের ভবনে এসি তৈরির সরঞ্জাম স্টোরে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা কমলেশ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন মার্কেট ভবনের বেজমেন্টে আগুন লাগার খবর আসে। এরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বেজমেন্টে এসি তৈরির সরঞ্জামসহ পরিত্যক্ত মালামাল পুড়ে যায়।
বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।