বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঘোড়াঘাটে এবারও স্থগিত ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী মেলা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ জুন, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা এবারেও স্থগিত করা হয়েছে।

শনিবার (১৯ জুন) দুপুরে মেলা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঋষিঘাট গঙ্গা স্নান মন্দির কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র সরকার।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ- এর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, গত বছরের ন্যায় এবারেও দিনাজপুরের বিভিন্ন উপজেলা সহ দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন সরকার। আর মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। এ কারনে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২০ জুন) ভোর থেকে পূজা-অর্চনা, র্কীতন, ভাগবত পাঠ ও হাজার-হাজার নারী -পুরুষ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।